সন্ত্রাস ষড়য্ন্ত্র মামলা : দক্ষিণ কাশ্মীরের ৫টি ঠিকানায় তল্লাশি এনআইএ-এর

শ্রীনগর, ১১ জুলাই (হি.স.): সন্ত্রাস ষড়যন্ত্র মামলায় মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের ৫টি ঠিকানায় তল্লাশি অভিযান চালাল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের মোট ৫টি ঠিকানায় চলে তল্লাশি। চলতি বছরের মে মাসেও জম্মু ও কাশ্মীরের বদগাম, শোপিয়ান, পুলওয়ামা, শ্রীনগর এবং অনন্তনাগ জেলার ১৩টি স্থানে অনুসন্ধান চালিয়েছিল এনআইএ।

এদিকে, জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট (এসআইইউ) মঙ্গলবার চার জঙ্গির বাড়িতে অভিযান চালিয়েছে, যারা সীমান্তের ওপার থেকে সন্ত্রাসমূলক কাজ করছে এবং কিশতওয়ার জেলায় জঙ্গিবাদ পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। মুঘল মেডেন, চাতরু এবং সিংপোরা এলাকায় অভিযান চালানো হয় এবং বিভিন্ন ওভার-গ্রাউন্ড কর্মী এবং সন্ত্রাসবাদের সমর্থকদের চিহ্নিত করে জেলার জঙ্গি বাস্তুতন্ত্র নির্মূল করার লক্ষ্যে এই অভিযান চালানো হ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *