সাঁওতাল নেতার প্রয়াণে শোক মমতা বন্দ্যোপাধ্যায়ের


কলকাতা, ১১ জুলাই (হি. স.) : সাঁওতালদের এক পরম শ্রদ্ধেয় নেতার প্রয়াণে শোক জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, “পরম শ্রদ্ধেয় আদিবাসী নেতা, দিশম পরগনা, নিত্যানন্দ হেমব্রমের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। তিনি ছিলেন আমাদের একজন অত্যন্ত সম্মানিত সাঁওতাল বুদ্ধিজীবী, জননেতা এবং সমাজসেবক। সাঁওতালী সমাজের সর্বাঙ্গীণ উন্নতির জন্য তিনি সারা জীবন কাজ করে গেছেন। তাঁর মৃত্যু জঙ্গলমহল তথা সমস্ত আদিবাসীদের জন্য অপূরণীয় ক্ষতি। আমি এই বর্ষীয়ান নেতার পরিবার ও অনুগামীদের উদ্দেশে আন্তরিক সমবেদনা জানাই।“