ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই।।
দ্বিতীয় জয় পেলো মতিনগর প্লে সেন্টার। সুপার ফোরে। মঙ্গলবার মতিনগর প্লে সেন্টার ৪৯ রানে পরাজিত করলো ব্লাড ড্রপস ক্লাবকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটে। মেলাঘর স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে মতিনগর প্লে সেন্টারের গড়া২১৯ রানের জবাবে ব্লাড ড্রপস ক্লাব ১৭০ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের সর্বানন্দ সিনহা অর্ধশতরান করেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে মতিনগর প্লে সেন্টার ২১৯ রান করে। দলের পক্ষে সর্বানন্দ সিনহা ৩৭ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০, কিশোর দেববর্মা ৩৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬,দলনায়ক আর পি সিং ২২ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০, জাহেদুল হক ৩৩ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০, নান্টু রঞ্জন পাল ২৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং গনেশ দেববর্মা ২৮ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৬ রান।ব্লাড ড্রপস ক্লাবের পক্ষে দেবাগ্রত দে ৪৩ রান দিয়ে ৪ টি এবং তনবীর ওসহেল ২৭ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে ব্লাড ড্রপস ক্লাব ৪১.৪ ওভারে সবকটি উইকেট হাইরয়ে ১৭০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে দিবাগ্রত দে ৫২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬, প্রদীপ নট্ট ৪৭ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭, মহ; জাকির উদ্দিন ৩২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২০, রাসেদ চৌধুরি ১৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ এবং মিঠুন দাস ৩৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। মতিনগর প্লে সেন্টারের পক্ষে ইকবাল হুসেন ৩৫ রানে ৩টি, রমেশ দেববর্মা ৩৯ রানে ৩ টি এবং দলনায়ক আর পি সিং ২৬ রানে ২ টি উইকেট দখল করেন।
2023-07-11