অমরাবতী, ১১ জুলাই (হি.স.): অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খালে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের, এছাড়াও ১৫ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন। মৃতদের মধ্যে ৭ বছরের একটি শিশুও রয়েছে। সোমবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটেছে প্রকাশম জেলার দারসির কাছে। অন্ধ্রপ্রদেশ স্টেস্ট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসটিতে অন্ততপক্ষে ৪০ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনাগ্রস্ত বাসটি কাঁকিনাড়ার দিকে যাচ্ছিল, বিয়ের অনুষ্ঠান থেকে সকলে ফিরছিলেন। সোমবার মধ্যরাতে প্রকাশম জেলার দারসির কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। তাতেই ৭ জনের মৃত্যু ও অন্ততপক্ষে ১৫ জন আহত হয়েছেন। দারসির সাব-ইন্সপেক্টর রামকৃষ্ণ বলেছেন, দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি।