নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত কদমতলা থানাধীন নতুনবাজার এলাকায় একই রাতে ছয়টি দোকান সহ একটি বাড়িতে হানা দিলো চোরের দল৷ ঘটনা সোমবার গভীর রাতে৷ মঙ্গলবার সকালে ছয় দোকানের মালিক দোকানে এসে দেখেন তাদের দোকানের তালা ভাঙা৷ এই দোকানগুলির মধ্যে রয়েছে একটি সরকারী ন্যায্যমূল্যের দোকান, তিনটি মুদির দোকান, দুটি সেলুন৷ দোকানগুলি থেকে লক্ষাধিক টাকা ও সামগ্রী নিয়ে গেছে চোরের দল৷ এদিকে একই রাতে বাজার সংলগ্ণ অজিত দাসের বাড়িতেও হানা দেয় চোর৷ ঘরের পেছনে গ্রিলের তালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে৷ ষ্টীলের আলমারি ভেঙে স্বর্ণালংকার সহ দুটি মোবাইল ও নগদ প্রায় বারো হাজার টাকা নিয়ে গেছে৷ এছাড়াও ঘরে থাকা বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল৷ ঘরের ড্রেসিং টেবিল বাইরে বের করে তার ভেতরে রাখা জিনিসপত্র নিয়ে গেছে চোর৷ এতো কিছু ঘটনা ঘটার পরও রাতে তারা কিছুই টের পাননি৷ তাদের ধারণা চোরের দল তাদের উপরে ঘুম পাড়ানোর কোন কিছু স্প্রে করেছে৷
2023-07-11