চা উপজাতি এবং আদিবাসী সম্প্রদায়ের জন্য বিভিন্ন স্কিমে অনলাইন দরখাস্ত আহ্বান



হাইলাকান্দি (অসম) ১১ জুলাই (হি.স.) : রাজ্যের ডিরেক্টরেট অফ টি ট্রাইব এন্ড আদিবাসী ওয়েলফেয়ার ২০২৩-২৪ অর্থ বর্ষে রাজ্যের চা উপজাতি এবং আদিবাসী সম্প্রদায়ের জন্য বিভিন্ন অর্থনৈতিক স্কিমে অনলাইন দরখাস্ত আহ্বান করেছেন। স্কিম গুলি হল প্রিমেট্রিক্স স্কলারশিপ, পোস্ট মেট্রিক স্কলারশিপ, শিমন সিং হর স্পেসিয়াল পোস্ট মেট্রিক স্কলারশিপ, ফিনান্সিয়াল এসিসটেনস ফর হাইয়ার স্টাডিজ,ফিনান্সিয়াল এসিসটেনস ফর এএনএম,জিএনএম, টেকনিক্যাল কোর্সেস, গ্রান্টস টু উইমেন এস এইচ দাস ইত্যাদি ক্ষেত্রে। অনলাইন দরখাস্ত পোর্টাল www.sirishassam এর মাধ্যমে আগামী ২৫ আগস্ট পর্যন্ত জমা দেওয়া যাবে বলে হাইলাকান্দির সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। বিশদ বিবরণ অনলাইন পোর্টালে অথবা ওই অফিসে পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *