একাধিক দাবি আদায়ের লক্ষ্যে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের গণঅবস্থান কর্মসূচি

আগরতলা, ১০ জুলাই (হি.স.) : নেশার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি ও নারী নির্যাতনের প্রতিবাদে সোমবার আগরতলায় ওরিয়েন্ট চৌমুনী এলাকায় ৪ ঘন্টার গণঅবস্থান কর্মসূচি পালন করেছে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। তাঁদের দাবি, নারীদের নিরাপত্তায় কার্যকরী পদক্ষেপ এবং নেশাকারবারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। 

এদিন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিষ কুমার সাহা বলেন, নেশা মুক্ত ত্রিপুরা গঠন করার জন্য মুখ্যমন্ত্রী যে আহবান জানিয়েছেন তাতে ব্যর্থ হয়েছেন তিনি। কারণ, ত্রিপুরার যুবক যুবতী থেকে শুরু করে রাজ্যের একাংশ মানুষ দিন দিন নেশায় আসক্ত হয়ে পড়ছেন।তাঁর অভিযোগ, মাদক রাজ্যে পরিনত হচ্ছে ত্রিপুরা। মাদক ব্যবসায়ীরা শাসক দলের আশ্রয়ে লালিত পালিত হয়ে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। নারীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী দিনে কংগ্রেস দলের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দিয়েছেন কংগ্রেস সভাপতি।

তাঁর আরও অভিযোগ, ত্রিপুরায় উত্তরোত্তর নারী নিযার্তন বৃদ্ধি পাচ্ছে। নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁর কথায়, নারীরা নির্যাতিত হয়ে প্রসাশনের দ্বারস্থ হলেও তাঁদের নিরাপত্তা দিতে ব্যর্থ প্রসাশন।

এদিন বিধায়ক সুদীপ রায় বর্মনের অভিযোগ, ত্রিপুরায় আইন শৃঙ্খলা নেই। শাসক দলের কার্যকর্তারা নেশার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তাঁর কথায়, বিজেপি সরকারের শাসনকালে দিন দিন ত্রিপুরা নেশার স্বর্গে পরিণত হচ্ছে।