কারনাল, ১০ জুলাই (হি.স.): প্রবল বৃষ্টির মধ্যেই হরিয়ানার কারনালে ভেঙে পড়ল একটি বাড়ির ছাদ। সেই ছাদ ভেঙে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে দম্পতির। মৃতদের নাম-সালিন্দর (৪৮) ও তাঁর স্ত্রী সুনিতা (৪৫), সেই সময় দু’জনে ঘরে ঘুমিয়েছিলেন। রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে কারনাল জেলার সগ্গা গ্রামে।
পুলিশ জানিয়েছে, সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা ঘুম থেকে ওঠার পর দেখেন সালিন্দরের বাড়ির ছাদ ভেঙে রয়েছে। সকাল ৬টা নাগাদ প্রতিবেশীরা এ বিষয়ে জানতে পারার পর পুলিশের খবর দেন। দম্পতির মৃত্যু হলেও, অপর ঘরে ঘুমিয়ে থাকা তাঁদের মেয়ে ও দুই ছেলে বেঁচে রয়েছে। বাড়িটি অনেক পুরানো হওয়ার কারণে ভেঙে পড়ে বলে জানিয়েছে পুলিশ।

