ত্রিপুরায় ন্যূনতম সহায়ক মূল্যে ৩৫ হাজার মেট্রিক টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রায় ১১ জুলাই থেকে সূচনা : খাদ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুলাই (হি.স.) : ত্রিপুরায় কৃষকদের লাভবান করার উদ্দেশ্যে আগামীকাল ১১ জুলাই থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ে সূচনা হবে। রবি মরসুমে ৩৫,০০০ মেট্রিক টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা নিয়েছে ত্রিপুরা সরকার। আজ সচিবালয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে একথা জানালেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন শ্রী চৌধুরী বলেন, আজ সচিবালয়ে সারা ত্রিপুরার মহকুমা শাসকগণ এবং খাদ্য দপ্তর ও কৃষি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়েছে। ওই বৈঠকে আগামী ১১ জুলাই কৃষকদের কাছ থেকে চলতি বছরের ৩৫,০০০ মেট্রিক টন ধান প্রতি কুইন্টাল ২০৪০ টাকা ন্যূনতম সহায়ক মূল্যে ক্রয় করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। একজন কৃষক সর্বোচ্চ ৫০ কুইন্টাল ধান বিক্রয় করতে পারবেন বলে জানিয়েছেন তিনি। 

সাথে তিনি যোগ করেন, আগামী ১১ জুলাই থেকে কৃষকরা সারা ত্রিপুরায় পর্যায়ক্রমে ৪০টি কেন্দ্রে ধান বিক্রয় করতে পারবেন। এবিষয়ে নিকটবর্তী কৃষি বিভাগের অফিস অথবা মহকুমা শাসকের অফিস (খাদ্য বিভাগ)–র সাথে যোগাযোগ করে উৎপাদিত ধান বিক্রয় করতে পারবেন তাঁরা।

খাদ্য মন্ত্রীর কথায়, কৃষকদের লাভবান করার উদ্দেশ্যে প্রতি বছর সরাসরি তাঁদের কাছ থেকে ধান ক্রয় করছে ত্রিপুরা সরকার। দেশে ও রাজ্যে খাদ্যশস্যের মজুত বাড়ানো ও বাজার দর নিয়ন্ত্রণে রাখতে প্রতি মরসুমেই ধান ক্রয় করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।