ইমফল, ১০ জুলাই (হি.স.) : মণিপুরে অব্যাহত বিক্ষিপ্ত হিংসাত্মক ঘটনা। ফের গোলাগুলির ঘটনায় একজনের মৃত্যু ও কয়েকজন আহত হয়েছেন। ঘটনা ইমফল পশ্চিম ও কাংপোকপি জেলার সীমান্তবর্তী দুটি গ্ৰামে সংগঠিত হয়েছে।
প্রাপ্ত খবরে প্রকাশ, গতকাল রবিবার মধ্য রাত থেকে ইমফল পশ্চিম ও কাংপোকপি জেলার সীমান্তবর্তী ফায়েং এবং সিংদা গ্রামে লাগাতার গুলিবর্ষণ শুরু হয়। সংঘৰ্ষের খবর পেয়ে দুটি গ্রামে পাঠানো হয় আসাম রাইফেলস-এর অতিরিক্ত বাহিনী। আসাম রাইফেলস-এর কড়া পদক্ষেপে আজ সোমবার ভোরের দিকে গুলি বর্ষণ বন্ধ হয়েছে। প্রতিপক্ষ দুই সম্প্রদায়ের উভয় পক্ষের গুলি বিনিময়ের ঘটনায় একজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
তবে স্থানীয় সূত্ৰে জানা গেছে, আসাম রাইফেলস অবস্থান করলেও আজ ১০ জুলাই সকালের দিকে সিংদা গ্রামের পাহাড়ের দিকে আবারও বিনা প্ররোচনায় গুলিবর্ষণ হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, সিংদা পাহাড়ের দিকে গুলি বৰ্ষণে আরও হতাহতের খবর পাওয়া যেতে পারে। এদিকে সেনা ও পুলিশ এলাকায় তালাশি অভিযান চালিয়েছে বলে জানা গেছে।