সবং, ১০ জুলাই (হি.স.): পুনর্নির্বাচন শুরুর আগের রাতে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার সবং। রবিবার রাতে সবংয়ের দাঁদরা অঞ্চলের চাঁদকুড়ি বাজার এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। তারা একে অপরের উপর বাঁশ, লাঠি ইত্যাদি নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। এই সংঘর্ষে বেশ কয়েক জন আহত হয়েছেন। তাঁরা সবং গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী তপন কুমার শিটের অভিযোগ, তাঁদের অতর্কিতে আক্রমণ করেন দাঁদরার অঞ্চল সভাপতি আজাদ আলি খান আশ্রিত দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করা হয় সকলকে। অন্য দিকে, আজাদের কর্মীদের অভিযোগ, চায়ের দোকানে তাঁদের উপর বিনা প্ররোচনায় হামলা হয়েছে।