‘অন্ধকার সুরঙ্গ শেষে আলোর রেখা দেখা যায়’,অমিত শাহের সঙ্গে বৈঠকের পর মন্তব্য রাজ্যপাল বোসের

নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.) : ‘অন্ধকার সুরঙ্গ শেষে আলোর রেখা দেখা যায়’। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের পর একথা বলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে।

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটপর্বে দিকে দিকে অশান্তির মাঝেই দিল্লিতে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রকেও গিয়েছিলেন তিনি। সেখান থেকে বেরিয়ে বাংলার সাংবিধানিক প্রধানের গলায় শোনা গেল নতুন আশার কথা। বললেন, ‘ভোরের আলো ফোটার আগে সবথেকে বেশি অন্ধকার থাকে। অন্ধকার সুড়ঙ্গের শেষে আলো অবশ্যই থাকবে।’ আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কী কী বিষয়ে কথা হল, সেই বিষয়েও প্রশ্ন করা হয়েছিল রাজ্যপাল বোসকে। জবাবে সরাসরি কিছু না বললেও তিনি বলেন, ‘আজ আমি যে বার্তা পেয়েছি, তা হল… শীতকাল আসা মানে, বসন্ত খুব বেশি দূরে নয়। আগামী দিনে অবশ্যই ভাল কিছু হবে।’

প্রসঙ্গত, শনিবার পঞ্চায়েত ভোট ঘিরে অশান্ত হয়ে ওঠে বাংলার বিভিন্ন প্রান্ত। বাসন্তী থেকে দিনহাটা, মুর্শিদাবাদ থেকে কোচবিহার- ভোট হিংসায় রক্তাক্ত হয়েছে বহু এলাকা। শুধু ভোটের দিনই প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন। সেদিনও একাধিক জেলা ঘুরেছেন ‘গ্রাউন্ড জিরো’ রাজ্যপাল । বারবার অশান্তি নিয়ে নিশানা করেছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে। রাজ্যের গণতন্ত্র বিপর্যস্ত বলেও দাবি করেন তিনি। এহেন পরিস্থিতিতেই নির্বাচন মিটতে না মিটতে রবিবার দিল্লি পৌঁছে যান সিভি আনন্দ বোস। সোমবার, প্রথমে দেখা করেন রাজনাথ সিংয়ের সঙ্গে। এরপর বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন তিনি। আজ স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বেরিয়ে রাজ্যপালের মুখে এই নতুন আশার বাণী যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *