আমডাঙায় তৃণমূলের সঙ্গে সিপিএম-আইএসএফ সংঘর্ষে, আহত ৫

বারাসত, ৯ জুলাই (হি.স.) : পরবর্তী হিংসায় উত্তপ্ত উত্তর ২৪ পরগনার আমডাঙায়। ভোটের পরের দিনও ঝড়ল রক্ত । রবিবার তৃণমূল – আইএসএফ সংঘর্ষে মুড়ি মুড়কির মতো বোমা পড়ে আমডাঙার চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের শশীপুর গ্রামে । এই ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন হয়েছে বিশাল পুলিশবাহিনী।

শনিবার ভোটগ্রহণে অশান্তির পর রবিবার সকালে নতুন করে সংঘর্ষ শুরু হয় আমডাঙার চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের শশীপুর গ্রামে। তৃণমূলের সঙ্গে সংঘর্ষ বাঁধে সিপিএম ও আইএসএফ -এর। যার জেরে এলাকায় মুড়ি মুড়কির মতো বোমা পড়ে বলে অভিযোগ। খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে রবিবার সকাল থেকে থমথমে গোটা গ্রাম। রাস্তাঘাট প্রায় জনমানব শূন্য।

শনিবারও সিপিএমের সঙ্গে তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তর ২৪ পরগনার আমডাঙা। একে অপরের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছিল। রবিবারও জারি রইল সেই উত্তেজনা।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় কেন্দ্রীয় বাহিনীর দেখা পাওয়া যায়নি। তাতেই সাহস আরও বেড়েছে দুষ্কৃতীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় টহল দিচ্ছে পুলিশ। তবে গ্রামের ছবি বলছে, তাতে আস্থা নেই স্থানীয়দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *