কলমচৌড়ায় নাশকতার আগুনে পুড়ল গাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ নাশকতার আগুনে পুড়লো যুবকের একমাত্র উপার্জন এর গাড়ি৷ এই ঘটনা ঘটেছে রাজ্যের সোনামুড়া মহকুমার কলমচৌড়া থানা বক্সনগর দক্ষিণপাড়া এলাকা৷গতকাল রাতের শেষ রাতে এই ঘটনা ঘটেছে বলে খবর৷যুবক তার উপার্জনের টাকা দিয়ে গাড়িটি ক্রয় করে গত দেড় মাস আগে৷গাড়িটি ছিলো বক্সনগর দক্ষিন পাড়া এলাকার আমির হামজা নামে এক যুবকের৷গাড়িতে কে বা কিভাবে আগুন ধরে তা এখনো জানা যায়নি৷ঘটনার বিবরণে জানা যায় শনিবার গভীর রাতে বক্সনগর দক্ষিণপাড়া এলাকার আমির হামজা নামে এক ব্যক্তি প্রত্যেকদিনের ন্যায় গাড়ি তার বাড়ির সামনে রেখে ঘুমিয়ে যায়৷রাত্রে আনুমানিক ৩ ঘটিকার সময় প্রথমে এলাকার লোকজন গাড়ি পোড়ার শব্দ শুনে গাড়ির মালিক আমির হামজাকে খবর দিলে সে ঘর থেকে বেরিয়ে দেখতে পায় তার গাড়িতেই দাউ দাউ করে আগুন জ্বলছে৷তখন সে চিৎকার করাতে আশেপাশের লোকজন ছুটে এসে বাড়িতে থাকা মোটরের জল দিয়ে গাড়ির আগুন নেভানোর চেষ্টা করে৷গাড়ির সামনের ইঞ্জিনের মধ্যে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়৷গাড়ির সামনের অর্ধাংশ পুড়ে ছাই হয়ে যায়৷পরবর্তী সময়ে কলমচৌড়া থানায় খবর দিলে পুলিশ গিয়ে এই ঘটনার তদন্ত করেন৷তবে গাড়ির মালিক আমির হামজার সাথে কথা বলে জানতে পারা যায় তার কারোর সাথে ঝগড়া বিবাদ নেই,কারোকে তার সন্দেহ হয় না৷হয়তোবা কোন টেকনিকেল সমস্যার কারণে  গাড়িতে আগুন ধরে যেতে পারে৷তাছাড়া এই অপকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ গ্রহণ করার জন্য প্রশাসনের নিকট দাবি রাখে গাড়ির চালক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *