তেহরি, ৯ জুলাই (হি.স.): উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়াল জেলায় দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই একটি গাড়ি। এই দুর্ঘটনায় নিরাপদে উদ্ধার করা হয়েছে ৫ জনকে, তবে রবিবার সকাল পর্যন্ত ৬ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। রবিবার পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, তেহরি জেলাযর গুলারে একটি গাড়ি পাহাড়ি রাস্তা থেকে পড়ে যায়।
ওই গাড়িতে মোট ১১ জন ছিলেন, দুর্ঘটনার পরই উদ্ধারকাজ শুরু করে পুলিশ ও এসডিআরএফ। ১১ জন যাত্রীর মধ্যে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। বাকি ছয় যাত্রীর খোঁজে তল্লাশি অভিযান চলছে। শনিবার রাতেই উদ্ধারকার্য শুরু করা হয়। জঙ্গল এলাকা থাকায় বাকি যাত্রীদের খুঁজতে বেশ কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে উদ্ধারকারীদের।