কলকাতা, ৯ জুলাই (হি.স.) : রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে ৮০.৭১ শতাংশ ভোট পড়েছে ২২ জেলায়। তবে জেলার ভোটের শতাংশ নিরূপণের কাজ এখনও চলছে। রবিবার পঞ্চায়েত ভোটের শতাংশের এই হার জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভোট লুট, বুথ দখল, ব্যালট বাক্স নষ্ট করার খবর এলেও কমিশন জানিয়েছে এ বার পঞ্চায়েত ভোট পড়েছে ৮০.৭১ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে। ৮৪.৭৯ শতাংশ ভোট পড়েছে এই জেলায়। এর পরেই রয়েছে বীরভূমে। অনুব্রত মণ্ডলের গড়ে ভোট পড়ে ৮৩.১৮ শতাংশ। ভোটের হারে পিছিয়ে রয়েছে পাহাড়। দার্জিলিংয়ে ভোট পড়েছে ৬৫.৮৬ শতাংশ এবং কালিম্পংয়ে ৬৭.২১ শতাংশ।
এ ছাড়া বাঁকুড়ায় ৮৩.০৫ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৮২.৫৯ শতাংশ, ঝাড়গ্রামে ৮২.৪৭ শতাংশ, জলপাইগুড়ুিতে ৮১.৪৫ শতাংশ, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ৮১.৪৪ শতাংশ করে, মুর্শিদাবাদে ৮০.৯৬ শতাংশ, নদিয়ায় ৮০.৫৮ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৮০.৪৯ শতাংশ, পূর্ব বর্ধমানে ৮০.১৩ শতাংশ এবং মালদহে ৮০.০৬ শতাংশ ভোট পড়েছে। ৭৮-৮০ শতাংশের মধ্যে ভোট পড়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, হুগলি, হাওড়াতে। পশ্চিম বর্ধমানে ভোট পড়েছে ৭২.৫১ শতাংশ।