বনগাঁ , ৮ জুলাই (হি.স.) : পঞ্চায়েত ভোটে তৃণমূল-সিপিএমের সংঘর্ষে উত্তপ্ত হল উত্তর ২৪ পরগনার বাগদা। অভিযোগ, তৃণমূলের নেতৃত্বে বাংলাদেশের দুষ্কৃতীরা এসে গন্ডগোল ঘটিয়েছে। অন্তত ৩০ জন জখম হয়েছেন ।
উত্তর ২৪ পরগনার বাগদা গ্রাম পঞ্চায়েতের নওদা গ্রামের ৭৭ নম্বর বুথে তৃণমূলের সঙ্গে নির্দল -সিপিএমের সংঘর্ষ হয়েছে ৷ অভিযোগ, বাংলাদেশ থেকে দুষ্কৃতী এনে হামলা চালিয়েছে তৃণমূল। তৃণমূলের লোকেরা ব্যালট লুট করে অবাধে ছাপ্পা দিয়েছে বলেও অভিযোগ। প্রতিবাদ করায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় জখম প্রায় ৩০ জনকে একে একে বাগদা গ্রামীণ হাসপাতালে আনা হচ্ছে ৷ অভিযোগ পরস্পর বিরুদ্ধে দা, লোহার রড, পাথর নিয়ে ঝাঁপিয়ে পড়ে ৷ একাধিক ব্যক্তির মাথা ফেটেছে। অন্তত ৩০ জন জখম হয়েছেন। হাসপাতালে ভরতি ১৬ জন। মনোনয়ন ও প্রচার পর্বে কোচবিহারে অশান্তিতে বাংলাদেশি দুষ্কৃতী যোগের অভিযোগ তোলা হয়েছিল।