নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ সরকারি ভাবে স্বচ্ছ গ্রামের স্বীকৃতি না পেয়েও স্বচ্ছ গ্রাম কুকি বস্তি৷ গ্রামের বাসিন্দারা নিজেদের উদ্যোগে গ্রামকে স্বচ্ছ রাখার জন্য ব্যবস্থা গ্রহন করে চলেছে বিগত কয়েক বছর আগে থেকেই৷ এলাকায় প্রবেশ করলেই স্বচ্ছতা চোখে পরে৷ তেলিয়ামুড়া আর ডি ব্লকের অধীন হাওয়াইবাড়ি পঞ্চায়েত এর অন্তর্ভুক্ত কুকি বস্তি৷ আসাম আগরতলা জাতীয় সড়কের পাশ দিয়ে কয়েকশ মিটার পথ অতিক্রম করলেই নজরে আসে গ্রামের বাসিন্দাদের সচেতনতার চিত্র৷ গ্রামের মানুষ নিজেদের উদ্যোগে রাস্তার দু পাশে ছোট ছোট ডাস্টবিন সুন্দর ভাবে সাজিয়ে রেখেদিয়েছে৷ যাতে করে পথে চলাফেরা করার সময় মানুষ এর ব্যবহার করতে পারেন৷ ফলে রাস্তাঘাট পরিস্কার পরিচ্ছন্ন থাকে৷ পাশের অন্য রাস্তা থেকে এই কুকি বস্তি গ্রামে প্রবেশ করতেই তফাৎ টা যে কোন মানুষই উপলব্ধি করতে পারবে৷ সরকারি ভাবে এই গ্রামের স্বচ্ছতার কোন উদ্যোগের অপেক্ষায় নাথেকেও নিজেরা ইচ্ছে করলেই তা করা সম্ভব, এর উদাহরণ কুকি বস্তি৷ অন্যদিকে যে গ্রামকে স্বচ্ছ গ্রাম হিসেবে স্বীকৃত ধরা হয় সে সকল গ্রামের চাইতে তুলনামূলক ভাবে অনেকটা সুন্দর বলাযায় কুকি বস্তিকে৷ এলাকার বাদিন্দারা চাইছেন সরকার যেন এই গ্রামকে স্বচ্ছ গ্রাম হিসাবে ঘোষনা করেন৷ সরকার থেকে অন্যান্য সুযোগ সুবিধা সাধারণত দেওয়া হয়৷ ইতিমধ্যে রাবার চাষের জন্য চারা এবং আনুসাংগীক সহযোগিতাও করা হয়েছে৷ এখন আগামী দিনে সরকারি ভাবে গ্রামের স্বচ্ছতা রক্ষার কোন পদক্ষেপের মাধ্যমে ওই গ্রামকে আরও সুন্দর করে তুলতে গ্রামবাসিরা ইচ্ছা প্রকাশ করেন৷ তারা চাইছে স্থানীয় প্রশাসন এই উদ্যোগ গ্রহন করুক, এই প্রত্যাশায় রয়েছেন গ্রামবাসিরা৷
2023-07-08