তেলেঙ্গানার জনগণের শক্তি সর্বদাই ভারতের শক্তিমত্তা বাড়িয়েছে : প্রধানমন্ত্রী

ওয়ারাঙ্গাল, ৮ জুলাই (হি.স.): তেলেঙ্গানার জনগণের শক্তি সর্বদাই ভারতের শক্তিমত্তা বাড়িয়েছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তেলেঙ্গানার ওয়ারাঙ্গালে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পর প্রধানমন্ত্রী বলেছেন, “ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে, তেলেঙ্গানার জনগণের এতে একটি বিশাল ভূমিকা রয়েছে… ভারতে বিনিয়োগ করার জন্য প্রচুর উৎসাহ রয়েছে বিশ্বজুড়ে, যখন সমগ্র বিশ্ব আসছে ভারতে বিনিয়োগের জন্য তখন তেলেঙ্গানায় অনেক সুযোগ রয়েছে।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “এখনকার নতুন ভারত হল তরুণ ভারত, এই নতুন ভারত শক্তিতে ভরপুর… একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে আমাদের একটি সুবর্ণ সময় আছে, আমাদের এই সময়ের পূর্ণ সদ্ব্যবহার করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে উন্নয়নের দিক থেকে দেশের কোনও প্রান্ত যেন পিছিয়ে না থাকে।” প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, “এখন সমস্ত ধরণের পরিকাঠামোর জন্য আগের তুলনায় অনেক গুণ দ্রুত কাজ করা হচ্ছে। এখন সারাদেশে মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, অর্থনৈতিক করিডোর এবং শিল্প করিডোরের নেটওয়ার্ক বিছানো হচ্ছে।”

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি, কেন্দ্রীয় মন্ত্রী জি কিশান রেড্ডি, তেলেঙ্গানার রাজ্যপাল তামিলসাই সৌন্দররাজন প্রমুখ। প্রসঙ্গত, তেলেঙ্গানার ওয়ারাঙ্গালে পৌঁছনোর পর প্রথমে ভদ্রকালী মন্দিরে যান প্রধানমন্ত্রী। সেখানে গিয়ে মন্দিরের গোমাতাদের সেবা করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। নিজের হাতে গোমাতাদের খাবার খাওয়ান প্রধানমন্ত্রী। এরপর মন্দির চত্বর ঘোরেন, ঈশ্বরের আরাধনায় মগ্ন হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *