নন্দীগ্রাম, ৮ জুলাই (হি.স.): ভোট নয় লুট চলছে। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজ্যজুড়ে হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে বললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, “এটা নির্বাচন নয়, এটা মৃত্যু। রাজ্যজুড়ে হিংসার আগুন জ্বলছে।”
পঞ্চায়েত ভোটকে ঘিরে শনিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসাত্মক ঘটনা ঘটছে। মৃত্যু হয়েছে ৫ জনের। ভোটের দিন শুভেন্দু নন্দীগ্রামের ছিলেন। সকাল সকাল নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি। সিসিটিভিগুলি কাজ করছে না। এটা ভোট নয়, লুট…এটা তৃণমূল গুন্ডা ও পুলিশের যোগসাজশ, আর সেই কারণেই এত খুন হচ্ছে।”