রানিগঞ্জে বুথ দখল করতে আসা তৃণমূল কর্মীদের তাড়া করে এলাকা ছাড়া করল সিপিএম

আসানসোল, ৮ জুলাই (হি. স.) : পূর্ব বরধমানের আসানসোলে বুথ দখল করতে আসা তৃণমূল কর্মীদের তাড়া করে এলাকা ছাড়া করলেন সিপিএম সমর্থকরা। শনিবার সকালে এই ঘটনা রানিগঞ্জ ব্লকের চলবলপুর ফ্রি প্রাইমারি স্কুলে ৩৩ নম্বর বুথের। এদিন বর্ধমান এবং আসানসোলে অনেক এলাকাতেই শাসকদলের লোকজন বুথ দখল করতে বা ছাপ্পা দিতে এসে এভাবেই বাম কর্মীদের প্রতিবাদের মুখে পড়ে।

সিপিএম কর্মীদের বক্তব্য, সকাল থেকে ভোট ভালোমতোই চলছিল, বেলা গড়াতেই শাসকদলের মদতপুষ্ট দুষ্কৃতীরা হঠাৎই বুথ দখল করতে আসে। আমরাও প্রস্তুত ছিলাম। প্রতিরোধ গড়ে তোলায় তারা পালায়। ভোটারও ওই দুষ্কৃতীদের তাড়া করেন। সিপিএম কর্মীরা জানান, তারা শুক্রবার রাতেই বৈঠক করে সিদ্ধান্ত নেন শাসকদলকে এক ইঞ্চি জমি ছাড়া হবে না। এদিন সকাল থেকেই আসানসোলের অনেক বুথে বাম কর্মীদের সেই প্রতিরোধের মেজাজে দেখা যায়। সেইমতোই চলবলপুরের ওই বুথে বাম কর্মীরা শাসকদলের দুষ্কৃতীদের তাড়া করে এলাকা ছাড়া করেন।

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম গত কয়েকদিন ধরেই বলে আসছিলেন, ২০১৮ সাল এবং ২০২৩ সালের এক নয়, এটা যেন শাসকদল মনে রাখে। এবার ভোট লুঠ করতে এলে কঠিন প্রতিরোধের মুখে পড়তে হবে।