ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই।। ফুটবল রেফারি তাপস দেবনাথ ও বিপ্লব সিনহাকে শোকজ নোটিশ ধরানো হয়েছে। সম্প্রতি ছামনু-তে আয়োজিত ললিত মোহন মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন এবং ত্রিপুরার রেফারি অ্যাসোসিয়েশনের কোন প্রকার অনুমতি নেয়নি বলে খবর রয়েছে। পাশাপাশি দেখা গেছে ত্রিপুরার রেফারি এসোসিয়েশনের রেজিস্ট্রিকৃত রেফারি তাপস দেবনাথ ও বিপ্লব সিনহা ওই টুর্নামেন্টে বাঁশী হাতে মাঠে নেমেছে। তাই সংস্থা থেকে দুজনকে শোকজ নোটিশ ধরানো হয়েছে বলে ত্রিপুরা রেফারি এসোসিয়েশনের সম্পাদক নারায়ণ দে এক বিবৃতিতে জানিয়েছেন।
2023-07-08