দেহরাদুন, ৬ জুলাই (হি.স.): সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার বাসনা এখন সকলের মনে, তাই নেটিজেনরা বেছে নিয়েছেন রিল ভিডিও-কে। আবার গোটা দেশ এখন ইউটিউবারে ছয়লাপ। এবার কেদারনাথ মন্দিরের গর্ভগৃহ থেকে ইউটিউব শর্টস ও রিল ভিডিও বানানোয় প্রশাসনের কোপে অভিযুক্ত নেটিজেনরা। ঘটনা সামনে আসতেই শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি শ্রী কেদারনাথ ধাম পুলিশকে চিঠি দিয়েছ।
নির্দেশ দিয়েছে, মন্দিরের আশেপাশের এলাকা কঠোরভাবে পর্যবেক্ষণ করতে এবং এই ধরনের কোনও ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তাঁর জন্য অভিযুক্ত ইউটিউব শর্টস/ভিডিও/ইনস্টাগ্রাম রিল তৈরিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কেদারনাথের নিরাপত্তার দায়িত্বে থাকা শ্রী কেদারনাথ ধাম পুলিশ জানিয়েছে, এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।