নাইন বুলেটসে ছত্রভঙ্গ ত্রিপুরা পুলিশ : বি-ডিভিশন ফুটবলে

নাইন বুলেট-‌৩                                                                            ত্রিপুরা পুলিস-‌০

(‌লালরিন, মালভিন, রাজীব সাধন)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই।।চ্যাম্পিয়নের মেজাজে শুরু করলো নাইন বুলেটস ক্লাব। বুলেটসে ছত্রভঙ্গ পুলিস। ত্রিপুরা পুলিসকে কার্যত বিধবস্ত করে নিজেদের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিলো নাইন বুলেটস। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথম ম্যাচেই নিজেদের শক্তির জানান দিলেন রাজীব সাধন জমাতিয়া-‌রা। শক্তি, গতি এবং দক্ষতা-‌ সব বিভাগেই পুলিসের ‘‌বুড়ো’ ফুটবলারদের ছাপিয়ে গেলেন নাইন‌ বুলেটসের তরুণ ব্রিগেড। ‌এদিন আরও বড় ব্যবধানে জয়ী জয় পেতো কর্ণেন্দু দেববর্মার বুলেটস তাহলে অবাক হওয়ার কিছু ছিলো না। তিন কাঠির নীচে রাকেশ দেববর্মা যদি অবধারিত কয়েকটি গোল রুখে না দিতেন তাহলে ব্যবধান আরও বাড়তো। শুরুতে বুলেটসকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন পুলিসের ফুটবলাররা। কিন্তু ম্যাচ যত গড়িয়েছে ততই পিছিয়ে পড়ে ত্রিপুরা পুলিসের ফুটবলাররা। দেখা দেয় দমের অভাবও। ওই সুযোগটা পুরো কাজে লাগান বুলেটস ব্রিগেড। ৩৪ মিনিটে প্রথম গোল পায় নাইন বুলেটস। দলের হয়ে প্রথম গোলটি করেন লালরিন থুলুঙ্গা। গোল পেতেই গোটা দল উদ্দীপ্ত হয়ে উঠে। শুরু হয় মুহো মুহো আক্রমণ। আর তাতেই পুলিসের রক্ষণভাগে চিড় ধরে। ৩৯ মিনিটে মালভিন সি ভানলাল উগাকে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন। দ্বিতীয়ার্ধে কিছুটা রক্ষণাত্তক ফুটবল খেলে বুলেটসে আটকে রাখার চেষ্টা করে পুলিস। তাতেও কাজ এলো না। ৭৯ মিনিটে লালকার্ড দেখে পুলিসের মনিরাম দেববর্মা মাঠ ছাড়তেই দল ছন্নছাড়া হয়ে পড়ে। খেলা শেষ হওযার এক মিনিট আগে সুযোগ সন্ধানী তথা দলনায়ক রাজীব সাধন জমাতিয়া পুলিসের জালে শেষবার বল পাঠান।  রেফারি আদিত্য দেববর্মা লাল কার্ড দেখান পুলিসের মনিরাম দেববর্মাকে। এছাড়া হলুদ কার্ড দেখান বিক্রম কিশোর জমাতিয়াকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *