নগাঁও (অসম), ৬ জুলাই (হি.স.) : নগাঁও জেলার কচুয়া থানার অন্তৰ্গত শিমলুগুড়ি বাজারে একটি ঘর থেকে দুই মহিলা সহ তিন দেহ ব্যবসায়ীকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা।
আজ বৃহস্পতিবার নগাঁওয়ে জেলা পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, গতকাল রাত প্রায় সাড়ে দশটা নাগাদ শিমলুগুড়ি বাজারে একটি ঘরে এলাকায় স্থানীয় বহু মানুষ হানা দিয়ে মহিলা সহ ওই তিন নারীদেহ ব্যবসায়ীকে ধরেন। পরে কচুয়া থানায় খবর দেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে গেলে তাদের হাতে ওই তিনজনকে তুলে দেওয়া হয়।
ধৃতদের ডুমডুমিয়ার মমতাজ বেগম, রুকিয়া খাতুন এবং নাজিরুল ইসলাম বলে শনাক্ত করা হয়েছে৷ সঙ্গে নাজিরুল ইসলামের এএস ০২ ওয়াই ৮৬৮১ নম্বরের একটি পালসার বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ৷
পুলিশের সূত্রটি জানিয়েছে, শিমলুগুড়ি বাজারের জনৈক রুকিয়া খাতুন নামের বিবাহিত মহিলা বহু দিন থেকে তার বাসায় নারীদেহের ব্যবসা চালিয়েছেল বলে অভিযোগ ছিল৷ দূর-দুরান্তের বহু যুবতী-মহিলাকে তার বাসায় আশ্ৰয় দেওয়ার নামে চালিয়েছিলেন এ ধরনের দুষ্কর্ম৷ তার এ কাজে সহযোগিতা করছিলেন তার স্বামী নাজিরুল।