মুম্বাই, ৬ জুলাই (হি.স.): বিগ বাজেটের ছবি আদিপুরুষ মুক্তি পাওয়ার পর থেকেই বাজার দর কমতে শুরু করে দক্ষিণী অভিনেতা প্রভাসের । সেই বিতর্কের মাঝেই বৃহস্পতিবার প্রকাশ্যে ‘সালার’ ছবির টিজার ।
বৃহস্পতিবার সকাল ৫.১২ মিনিটে মুক্তি পেয়েছে সালার ছবির টিজার । ১.৪৭ মিনিটের টিজারে মুখ পর্যন্ত দেখা গেল না প্রভাসের । ট্রেলার জুড়ে টিনু আনন্দ । টিজারের শুরুতে দেখা যাচ্ছে, বন্ধুকধারীরা ঘিরে ফেলেছে তাঁকে । তখন তিনি এক গুরুত্বপূর্ণ কাহিনী শোনাতে শুরু করেন । আর সে কাহিনীর মধ্যেই ঝলক মিলেছে প্রভাসের । তবে, সামনে নয়, বরং পি ছন থেকে দেখা গেল নায়ককে । যা নিয়ে উঠেছে প্রশ্ন। কেন প্রভাসের মুখ দেখানো হল না, তা প্রশ্ন তুলেছেন নেট জনতা।