সোনাচূড়ায় নির্বাচনী সভা থেকে বিজেপি কর্মী ও সমর্থকদের সতর্ক থাকার বার্তা শুভেন্দু অধিকারীর

নন্দীগ্রাম, ৬ জুলাই (হি. স.) : বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-১ ব্লকের সোনাচূড়ায় এক নির্বাচনী সভা থেকে এলাকার সব বিজেপি কর্মী ও সমর্থকদের সতর্ক থাকার বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

তিনি বলেন, ‘এরা (শাসক শিবির) কেন্দামারিতে কিছু লোক ঢোকাবে। দক্ষিণ ২৪ পরগনা থেকে লোক আনা হবে। অস্ত্র নিয়ে সন্দেশখালি ও ক্যানিং থেকে বাছাই করা গুন্ডা আসছে। প্রথমে কেন্দামারিতে চেষ্টা করবে ওরা।’ এরপরই অবশ্য শুভেন্দু দলীয় কর্মী ও সমর্থক তথা এলাকার সাধারণ মানুষজনকে ভয় না পাওয়ার জন্য অনুরোধ করেন। বিরোধী দলনেতার বক্তব্য়, তিনিই এলাকার মানুষজনের চৌকিদার। বললেন, ‘আপনাদের বিধায়ক, আপনাদের চৌকিদার।’

দলীয় কর্মী ও সমর্থকদের আশ্বস্ত করে শুভেন্দু বলেন, ‘আমি চৌকিদার আছি। আপনি মার খেলে আমি কি ঘরে বসে থাকব না কি?’ এদিকে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পর পাল্টা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও। বাইরে থেকে লোক আসার যে অভিযোগ বিরোধী দলনেতা তুলেছেন সেই নিয়ে অভিষেকের বক্তব্য, যদি তাঁর (শুভেন্দুর) কাছে নাম থাকে, তাহলে প্রশাসনকে এবং আদালতকে জানানোর জন্য। একই সঙ্গে অভিষেক এও বলেন, ‘যদি না জানান এবং যদি কোনও ঘটনা ঘটে, তাহলে এর দায়-দায়িত্ব শুভেন্দু অধিকারীর এবং বিজেপির।’

এদিন বিকেলের সাংবাদিক বৈঠকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দলের তরফে ‘ওয়ার রুম’ সর্বক্ষণ চালু থাকবে। কোথাও কোনও গোলমালের খবর পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *