বিচারপতি শুভাশিষ তলাপাত্র উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হচ্ছেন

আগরতলা , ৬ জুলাই : বিচারপতি শুভাশিষ তলাপাত্র ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হচ্ছেন।সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাঁর নাম ওই পদে সুপারিশ করেছেন।

উড়িষ্যা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি ডা: এস মুরলীধর এবছরে আগস্ট মাসে অবসরে যাবেন। এরপর ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শুভাশিষ তলাপাত্র দায়িত্ব নেবেন।

প্রসঙ্গত, শুভাশিষ তলাপাত্র ২০১১ সালের ১৫ নভেম্বর গৌহাটি হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন এবং ২০১৩ সালে আলাদাভাবে ত্রিপুরায় হাইকোর্ট স্থাপিত হওয়ার পর ত্রিপুরা হাইকোর্টকেই কর্মক্ষেত্র হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে বদলি হয়ে তিনি ২০২২ সালে ১০ জুন থেকে ওড়িশা হাইকোর্টে বিচারপতির দায়িত্ব পালন করছেন। তিনি দুটি হাইকোর্টে বিচার প্রদানের যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছেন।

সমস্ত প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করে কলেজিয়াম বিবেচনা করে যে বিচারপতি শুভাশিষ তলাপাত্র ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হওয়ার জন্য সকল ক্ষেত্রে উপযুক্ত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *