জলপাইগুড়ি, ৬ জুলাই (হি.স.): পঞ্চায়েত ভোটের আগে এবার অশান্ত হয়ে উঠল জলপাইগুড়ি। বিজেপির জেলা সভাপতির গাড়ি লক্ষ্য করে পরপর চলল গুলি। বুধবার মধ্যরাতে বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ফেরার পথে বিজেপি জেলা সভাপতি ব্যাপী গোস্বামীর গাড়িতে গুলি চলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
বাইকে হেলমেট পরে এসে দু’জন দুষ্কৃতী গুলি চালায় বলে অভিযোগ করেছেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী। অভিযোগ পেয়ে থানায় আসেন ডিএসপি, অতিরিক্ত পুলিশ সুপার। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের শীঘ্রই গ্রেফতার করা হবে।