ত্রিপুরায় প্রদেশ বিজেপি কার্যালয়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী উদযাপন

আগরতলা , ৬ জুলাই (হি.স.): আজ ৬ জুলাই ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৩ তম জন্ম জয়ন্তী।প্রতিবছরের মতো এ বছর ও যথাযোগ্য মর্যাদায় প্রদেশ বিজেপি কার্যালয়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী উদযাপন করা হয়েছে।

প্রদেশ কার্যালয়ে এদিন ডা: শ্যামাপ্রসাদ মুখার্জির শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে মন্ত্রী টিংকু রায় বলেন,ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির আন্দোলন ও বলিদানে ফলে সারা দেশে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে।ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদানে বিজেপির কার্যকতারা গর্ব বোধ করেন।
তাঁর কথায়, এক দেশ ,এক নিশান, এক প্রধান এবং এক বিধান এই মন্ত্রে ডা: শ্যামাপ্রসাদ মুখার্জি গোটা ভারতবর্ষকে এক সূত্রে গাঁথার লক্ষ্যে দেশমাতার চরণে জীবন উৎসর্গ করেছিলেন। তিনি ভারতীয় জনসংঘ দল প্রতিষ্ঠিত করেছিলেন যা পরর্বতী সময়ে ভারতীয় জনতা পাটি দলে মান্যতা পেয়েছে।

মন্ত্রী দাবি, ডা: শ্যামাপ্রসাদ মুখার্জি যে উদ্দেশ্যে ভারতীয় জনসংঘ দলটি প্রতিষ্ঠিত করেছিলেন বর্তমানে তা ফল পেয়েছে।