জৌনপুর, ৫ জুলাই (হি. স.) : উত্তরপ্রদেশের খুথান থানার অন্তর্গত গাউসপীর দরগার কাছে অবস্থিত একটি পুকুরে স্নান করে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে এক যুবকের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে।
গৌসপুর গ্রামের বাসিন্দা ২২ বছর বয়সী হিমাংশু গুপ্তের ছেলে ত্রিলোকি সকালে পুকুরে স্নান করতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়েছিল। দীর্ঘক্ষণ পরও তিনি না ফেরায় তার খোঁজ শুরু হয়। এরপর স্থানীয়রা তার মৃতদেহ জলে ভাসতে দেখে । আগামী নভেম্বরে তার বিয়ে হওয়ার কথা ছিল। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে যুবকের পরিবারে।