আগরতলা, ৬ জুলাই (হি.স.):ধর্মীয় অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে তেলের ট্যাঙ্কার গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক মহিলার। বৃহস্পতিবার সকালে তেলিয়ামুড়া অম্পি চৌমুহনীর স্হানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছে। দমকলকর্মীরা আহত মহিলাকে উদ্ধার করে তেলিয়ামুড়ার মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষনা করেন।পুলিশ জানিয়েছেন ,ঘাতক গাড়ির চালক প্রথমে পালিয়ে গেলেও পরবর্তী সময়ে থানায় গিয়ে আত্মসমর্পন করেছেন।
মৃতার স্বামী জানিয়েছেন, কল্যানপুরে ধর্মীয় অনুষ্ঠানে সেরে আজ সকালে রানীরবাজার থানাধীন মোহনপুরের নিজ বাসভবনে উদ্দ্যেশে ফিরছিলেন উমা রানী দেবনাথ গোস্বামী।তেলিয়ামুড়া অম্পি চৌমুহনীতে এসে অটো থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় টিআর০১জেড১৬৭২ নম্বরের জ্বালানির ট্যাঙ্কার উমা রানীকে সজোরে ধাক্কা দিয়েছিল।সাথে সাথে উমা রানী রাস্তায় লুটিয়ে পড়েছিলেন।স্হানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছিল। ঘাতক গাড়ির মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছেন। দমকলকর্মীরা আহত উমা রানীকে উদ্ধার করে তেলিয়ামুড়ার মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।
পুলিশ জানিয়েছেন, ঘাতক গাড়ির চালক প্রথমে পালিয়ে গেলেও পরবর্তী সময়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।