মেটেলি, ৬ জুলাই (হি. স.) : মেটেলি ব্লকের ইনডং চা বাগান থেকে প্রায় ১৩ ফুটের অজগর উদ্ধার হল। বৃহস্পতিবার কাজ করার সময় শ্রমিকরা অজগরটিকে দেখতে পান। খবর পেয়ে চালসার সর্বপ্রেমী দিবস রাই সেখানে গিয়ে অজগরটি উদ্ধার করেন। সেটি সুস্থ থাকায় বন দফতরের অনুমতি নিয়ে চাপড়ামারির জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। 2023-07-06