মুম্বই, ৫ জুলাই (হি.স.): লস এঞ্জেলসে শুটিং করতে গিয়ে নাকে চোট পেয়েছেন অভিনেতা শাহরুখ খান। অভিনেতার নাক থেকে না-কি রক্তও বেরিয়েছিল, করাতে হয়েছে অস্ত্রোপচার। প্রিয় তারকার আরোগ্য কামনা করেছেন তাঁর অনুরাগীরা। যদিও এই ঘটনার ২৪ ঘণ্টা পার করার আগেই বুধবার ভোররাতে আমেরিকা থেকে মুম্বইয়ে ফিরে এসেছেন কিং খান।
বুধবার ভোররাতে মুম্বই বিমানবন্দরে দর্শন পাওয়া যায় শাহরুখ খানের। দুই ছেলে ও স্ত্রী গৌরী খানের সঙ্গে তাঁকে দেখা গেল মুম্বই বিমানবন্দরে। একেবারে সুস্থ, নাকে কোনও ব্যান্ডেজ দেখা যায়নি। অভিনেতাকে দেখা মাত্রই জ্বলে ওঠে আলোকচিত্রীদের ক্যামেরার ফ্ল্যাশ। অভিনেতাকে ডাকতে থাকেন অনেকেই, কিন্তু কারও কথায় সাড়াশব্দ না দিয়েই নিজের গাড়িতে উঠে পড়েন তিনি।