লাহোর, ৫ জুলাই (হি.স.) : লাহোরে বুধবারের অবিরাম বর্ষণ ৩০ বছরের পুরনো সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে, পাকিস্তানের এই শহরে ১০ ঘন্টার ব্যবধানে ২৯০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে, এমনটাই জানিয়েছেন কমিশনার মোহাম্মদ আলী রনধাওয়া। মেট্রোপলিসে ২৯১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আধিকারিকরা বলেছেন, জলবায়ু পরিবর্তন এবং সক্রিয় বর্ষার কারণে এমনটা ঘটছে।
নগর প্রশাসন এবং জল ও স্যানিটেশন অথরিটি (ওয়াসা) লাহোরের সমস্ত কর্মকর্তা ও কর্মচারীরা বৃষ্টির জল নিষ্কাশন নিশ্চিত করতে সম্পূর্ণরূপে সক্রিয় রয়েছে বলে তিনি জানান। “এই বছরের শুরুতে, লাহোরে ২৬ জুন সর্বোচ্চ ২৫৬ মিমি বৃষ্টিপাত হয়েছিল।” বুধবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে জনজীবন স্তব্ধ হয়ে পড়ে। কোথাও কোথাও হাঁটু পর্যন্ত জল জমে যায়।