মুম্বই, ৫ জুলাই (হি.স.) : মুম্বইয়ের চুনাভাট্টিতে নির্মাণাধীন স্থানে আচমকাই ধসে পড়ল রাস্তার বিশাল অংশ। বুধবার সকাল ৯টা নাগাদ ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের বরাবর রাহুল নগরে নির্মাণাধীন স্থানে আচমকাই ধসে পড়ে রাস্তার বিশাল অংশ। এই ঘটনায় ৮-১০টি দুই চাকার এবং ৪-৫টি চার চাকার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকা খালি করা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। ঘটনার সময় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘড়ির কাঁটায় সকাল তখন ৯টা হবে, ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের বরাবর রাহুল নগরে নির্মাণাধীন স্থানে আচমকাই ধসে পড়ে রাস্তার বিশাল অংশ। যে স্থানটি ধসে পড়ে সেখানে কয়েকটি গাড়ি ও মোটরবাইক দাঁড় করানো ছিল, সেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে দ্রুততার সঙ্গে।