হাওড়া, ৪ জুলাই (হি স)। বনধের জেরে ফের ধাক্কা খেল ট্রেন চলাচল। এবার বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ঝাড়খন্ড বনধের ডাক দিয়েছেন আদিবাসীরা যার আঁচ পড়েছে দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচলে। বিক্ষোভের জেরে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর টাটা সেকশনের আপ ও ডাউন লাইনের ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ থাকে বলে খবর দক্ষিণ পূর্ব রেলের তরফে।
দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী জানান, মঙ্গলবার সকাল ন’টা নাগাদ বিক্ষোভকারীরা চুরুগুন্ডা স্টেশনের রেল ট্র্যাকের উপরে বসে পড়লে পরিষেবা ব্যাহত হয়। ফলে সকালে হাওড়া থেকে ছেড়ে যাওয়া ইস্পাত এক্সপ্রেস ঘাটশিলায়, হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস খড়গপুর স্টেশনে দাঁড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে পৌঁছে যায় আরপিএফ এবং জিআরপি। বনধ সমর্থকদের দ্রুত ট্র্যাক থেকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে তাঁরা এই ট্র্যাক থেকে তাড়াতাড়ি না সরলে, এই সেকশনের ট্রেন চলাচল আরও ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করেন অনেকে। দুপুরের পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয় ।
এদিনের ঘটনা অনেকের মনেই কুড়মি আন্দোলনের জেরে ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ার স্মৃতি ফিরিয়ে আনে।