ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই।। নতুন ক্রীড়া সূচি ঘোষিত। সবুজ সংঘ টুর্নামেন্ট থেকে দল তুলে নেওয়ায় বই ডিভিশন লিগ ফুটবলে অংশগ্রহণকারী দলের সংখ্যা যেমন একটি কমেছে। তেমনি লীগ পর্যায়ে খেলার সংখ্যাও আটটি কমে এখন হয়েছে ২৮ টি। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত বি-ডিভিশন লিগ ফুটবল আগামীকাল থেকে শুরু হচ্ছে। আগামীকাল বিকেল সাড়ে তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ব্লাড মাউথ ক্লাব ও ভারতরত্ন সংঘের ম্যাচ দিয়ে শুরু হবে বি ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের খাদ্য ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত থাকবেন এবং টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করবেন। প্রাক্তন ফুটবলার রাজেশ রায় চৌধুরী ফুটবলে কিক করে লীগের সূচনা করবে। উল্লেখ্য বি-ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী অপর ছয়টি দল হলো: নাইন বুলেটস ক্লাব, পুলিশ রিক্রিয়েশন ক্লাব, মৌচাক ক্লাব, ত্রিপুরা স্পোর্টস স্কুল, কল্যাণ সমিতি ও নবোদয় সংঘ। আগামীকাল উদ্বোধনী ম্যাচের পর ৬ জুলাই নাইন বুলেটস ক্লাব খেলবে পুলিশ রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে। ৭ জুলাই বি-ডিভিশন লীগের বিরতি থাকবে। সেদিন সি- ডিভিশন ফুটবলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৮ জুলাই থেকে ক্রমান্বয়ে দুই আগস্ট পর্যন্ত একনাগারে প্রতিদিন বিকেলে বি-ডিভিশন লিগ ফুটবলের পরবর্তী ২৬ টি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে লীগ কমিটির সেক্রেটারি তপন সাহা আজ নতুন ক্রীড়া সূচি ঘোষণা করে বিস্তারিত উল্লেখ করেছেন। উল্লেখ্য, সবুজ সংঘ টুর্নামেন্ট থেকে নাম তুলে নেওয়ায় আগামী বছর তারা স্বাভাবিক কারণেই সি-ডিভিশনে নেমে যেতে বাধ্য হচ্ছে। বলা বাহুল্য, আগামীকাল বি-ডিভিশন লিগ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রতিদিন প্রতিটি ম্যাচ উপভোগ করার জন্য ফুটবলপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছেন লীগ কমিটির সেক্রেটারি তপন সাহা।
2023-07-04

