মুম্বই, ৪ জুলাই (হি.স.): বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন (এফইএমএ) লঙ্ঘনের মামলায় প্রবর্তন নির্দেশালয় (ইডি)-এর দফতরে হাজিরা দিয়েছেন রিলায়্যান্স এডিএ গ্রুপের কর্ণধার তথা বিশিষ্ট শিল্পপতি অনিল অম্বানীর স্ত্রী তথা প্রাক্তন অভিনেত্রী টিনা অম্বানী। মঙ্গলবার দক্ষিণ মুম্বইয়ের ইডি দফতরে হাজিরা দেন তিনি। বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সোমবারই ইডি-র দফতরে হাজিরা দিয়েছিলেন টিনার স্বামী অনিল। কেন্দ্রীয় গোয়েন্দারা অনিলের বয়ান রেকর্ড করেন। তার পর মঙ্গলবার টিনাকেও ইডি দফতরে দেখা গেল। ইডি সূত্রে খবর, অনিলের সংস্থার কিছু বিনিয়োগ এবং বিদেশে গচ্ছিত কিছু গোপন সম্পদ সংক্রান্ত নতুন একটি মামলায় টিনা হাজিরা দিয়েছেন।