হাইলাকান্দি (অসম), ৪ জুলাই (হি.স.) : ছয়দিন পর খোলা আকাশের নীচে এলেন এআইইউডিএফ নেতা আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী। হাইলাকান্দির অতিরিক্ত জেলা ও দায়রা আদালত আজ মঙ্গলবার নিজাম উদ্দিন চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছেন।
বৰ্তমানে হাইলাকান্দি সন্তোষ কুমার রায় অসামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিধায়ক নিজাম উদ্দিন। জনৈক ব্যক্তিকে মারপিটের অভিযোগে গত ২৮ জুন আলগাপুরের বিধায়ক চৌধুরীকে গ্ৰেফতার করা হয়েছিল। এর পর তাঁর ব্লাড সুগার বৃদ্ধি হওয়ায় তাঁকে অসামরিক হাসপাতালে এনে ভরতি করা হয়েছিল।