ঝাঁসি, ৪ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের ঝাঁসিতে একটি নামী শো-রুমে ভয়াবহ আগুন লেগে প্রাণ হারালেন ৪ জন। সোমবার ঝাঁসি জেলার সিপরি বাজার এলাকায় অবস্থিত একটি শো-রুমে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে আগুনে পুড়ে তিন জনের মৃত্যু হয়েছে। আর এক জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। সোমবার গভীর রাতে ঝাঁসির এসএসপি রাজেশ এস জানিয়েছেন, সিপরি বাজার এলাকায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৪। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে এবং দোকানগুলি পুনরায় চেক করা হচ্ছে।”
পুলিশ ও দমকল জানিয়েছে, সিপরি বাজার এলাকায় তিনতলা একটি ভবনে বৈদ্যুতিন যন্ত্রপাতির শো-রুম রয়েছে। তিনতলা জুড়েই শো-রুমটি সাজানো। পাশেই রয়েছে একটি খেলার সরঞ্জামের দোকানও। সোমবার শো-রুমে আগুন লাগার পর তা দোকানটিতেও ছড়িয়ে পড়ে। ব্যস্ত সময়ে হঠাৎ আগুনের কারণে শো-রুমের ভিতরে আটকে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। তারা আগুন নেভানো এবং আটকে পড়া মানুষদের উদ্ধারের কাজ শুরু করে। উদ্ধারকাজে হাত লাগায় পুলিশও। টানা ১০ ঘণ্টার চেষ্টায় সিপরি বাজারের আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে দমকল সূত্রে খবর।