আগামী ২২ সেপ্টেম্বর থেকে উমরাসোয় ডিমাসা স্টুডেন্টস্ ইউনিয়নের চার দিবসীয় ৪৭-তম সাধারণ অধিবেশন


হাফলং (অসম), ৪ জুলাই (হি.স.) : ডিমাসা স্টুডেন্টস্ ইউনিয়নের ৪৭-তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হতে চলছে ডিমা হাসাও জেলার উদ্যোগনগরী হিসেবে পরিচিত উমরাংসোতে। প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের উমরাংসোয় গরমপানি স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে ডিমাসা স্টুডেন্টস্ ইউনিয়নের সাধারণ অধিবেশন। চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

আজ মঙ্গলবার হাফলঙে ডিমাসা স্টুডেন্টস্ ইউনিয়নের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সিদ্যুৎ নাইডিং জানিয়েছেন, ইউনিয়নের ৪৭-তম সাধারণ অধিবেশন উপলক্ষ্যে একটি অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে।

সাংবাদিক সম্মেলনে ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রমিত সেংইয়ং বলেন, আগামী ২২ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠেয় ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের ৪৭-তম সাধারণ অধিবেশনে তৃতীয় দিন অর্থাৎ ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রকাশ্য অধিবেশন। প্রমিত বলেন, এই অধিবেশনে রাজ্যের বেশ কয়েকজন নেতা ও মন্ত্রীকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠন সহ বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর প্রধান সংগঠনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। তাছাড়া ছাত্র সংগঠনের ৪৭-তম সাধারণ অধিবেশনে ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের বিভিন্ন শাখা সমিতি ও অসমের ডিমাসা অধ্যুষিত এলাকার ডিমাসা জনগোষ্ঠীর মানুষ উপস্থিত থাকবেন। তিনি বলেন, ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের প্রতিষ্ঠা দিবসে ডিমাসা জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হবে।

এদিকে ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের ৪৭-তম সাধারণ অধিবেশনকে সফল করতে সকলের সাহায্য সহযোগিতা কামনা করেছেন ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের নেতৃবৃন্দ। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের ৪৭-তম সাধারণ অধিবেশন উপলক্ষ্যে গঠিত অভ্যর্থনা কমিটির জয়বাজ ওয়ারিশা সহ অন্যান্য পদাধিকারী ও সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *