করিমগঞ্জ (অসম) ৪ জুলাই (হি.স.) : করিমগঞ্জ জেলায়ও নিরাপারিভ ফরমুলেশনের ঔষধ এবং গুয়াইফেনেসিন সিরাপ বিক্রি, বিতরণ ও মজুতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করিমগঞ্জের ড্রাগ ইন্সপেক্টর, সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশনের (ইডি) নির্দেশ অনুসারে করিমগঞ্জ জেলার কেমিস্ট ও ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনকে নিরাপারিভ ফরমুলেশনের ঔষধ এবং গুয়াইফেনেসিন সিরাপ বিক্রি, বিতরণ ও মজুত না করতে নির্দেশ দিয়েছেন। এতে এই ঔষধগুলি অনলাইন যোগেও আমদানি ও বিক্রিতে সমগ্র দেশে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানানো হয়েছে।
2023-07-04