নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ অন্তোদয় রেশনকার্ডধারী হওয়ার পর প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত হতদরিদ্র দুইটি পরিবার৷ ঘটনা কৈলাশহরের গৌরনগর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে৷ গৌরনগর আর ডি ব্লকের অন্তর্গত গৌরনগর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা অনেষ মালাকার বিগত ৬- থেকে ৭ বৎসর আগে মাছ মারতে গিয়ে বজ্রবিদ্যুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন৷ এর পরও এই অসহায় দরিদ্র পরিবার সরকার থেকে কোন সাহায্য সহযোগিতা পান নি বলে অভিযোগ৷ একান্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনিমেষ মালাকারের স্ত্রী সুষমা মালাকার বলেন আমরা অত্যন্ত দরিদ্র পরিবারের লোক৷ আমার স্বামীর ভয়াবহ বজ্রবিদ্যুতের কারণে মৃত্যু হয়৷ সরকার থেকে কোন সাহায্য সহযোগিতা পাইনি৷ এমনকি পঞ্চায়েত থেকে আমি বিধবা ভাতা পর্যন্ত পাই নি৷ আমি অন্তোদয় ভুক্ত হওয়ার পরও সরকারি ঘর পাইনি৷ সুষমা মালাকার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে মানবিক আবেদন করেন সরকার যেন উনাকে একটি ঘর দেওয়ার ব্যবস্থা করেন৷ একই গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা গনাই মালাকার অত্যন্ত দরিদ্র৷ নদীর তীরে একটি কুঁড়ে ঘরে বসবাস করছেন৷ গনাই মালাকার অত্যন্ত দরিদ্র বিপিএল ভুক্ত হওয়ার পর সরকারী কোন ঘর ভাগ্যে জটিনি৷গনাই মালাকার মনুনদীতে মৎস্য শিকার করে সংসার পরিচালনা করেন৷ পঞ্চায়েতে বারবার জানানোর পরও গনাই মালাকারের ভাগ্যে সরকারি ঘর জুটেনি৷ তাই শেষ পর্যন্ত আজ বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে সরকারের কাছে মানবিক আবেদন করেন একটি ঘর পাবার জন্য৷
2023-07-04