মহারাষ্ট্র ও দেশের মধ্যে কিছু গোষ্ঠী জাত-ধর্মের নামে সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করছে : শরদ পওয়ার

সাতারা, ৩ জুলাই (হি.স.) : মহারাষ্ট্রে রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন এনসিপি প্রধান শরদ পওয়ার। সোমবার মহারাষ্ট্রের সাতারা জেলার কারাদে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রেখে শরদ পওয়ার বলেছেন, “মহারাষ্ট্র ও দেশের মধ্যে কিছু গোষ্ঠী জাত ও ধর্মের নামে সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করছে।”

এনসিপি প্রধান শরদ পওয়ার আরও বলেছেন, “আমরা উদ্ধব ঠাকরের অধীনে মহারাষ্ট্রের সেবা করছিলাম। কিন্তু কিছু মানুষের জন্য আমাদের সরকারের পতন হয়েছে। দেশের অন্যান্য অংশেও একই ঘটনা ঘটেছে।” সোমবার সকালে পুণের বাড়ি থেকে বেরিয়ে সাতারায় আসেন শরদ পওয়ার। পুণে-সাতারা হাইওয়ে হয়ে তিনি সাতারা পৌঁছন। কারাদে পৌঁছে যশবন্তরাও চাভানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এনসিপি প্রধান। তারপর দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *