ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই।।শুরু হলো প্রস্তুতি। সিনিয়র মহিলা ক্রিকেটারদের। জাতীয় আসরের জন্য ত্রিপুরা দল গঠনের জন্য। ৩৯ জন ক্রিকেটার শিবিরে ডাক পেলেও রবিবার উদয়পুরের তনুশ্রী সাহা এবং মেঘা সরকার ছাড়া বাকি ৩৭ জন ক্রিকেটার রিপোর্ট করেছিলেন। জানা গেছে, পরীক্ষার জন্য দুজন যোগ দিতে পারেননি শিবিরে। পরীক্ষার শেষেই যোগ দেবেন। এছাড়া ভিন রাজ্য থেকে ট্রায়ালে যোগ দেন হেনা হরচন্দ্রাণী এবং রেশ্মা নায়েক। প্রথম দিনে কন্ডিশনিং হয়েছিলো ক্রিকেটারদের। সোমবার থেকে শুরু হয় প্রস্তুতি। ক্রমাগত বৃষ্টিতে এম বি বি মাঠের অবস্থা ভালো না থাকায় ইন্ডোরে হয় অনুশীলন। এর আগে মাঠে হয় কন্ডিশনিং। চিফ কোচ সন্দীপ দাহাদের তত্বাবধানে। দলের চিফ কোচ সন্দীপ দাহাদ মরশুমে ভালো ফলাফল করা নিয়ে আশাবাদী। শিবিরে এছাড়া কোচ হিসাবে থাকবেমন রূমা দাস, সন্দীপ ব্যানার্জি এবং শুভ্র পাল। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হর্ষিতা কৃষ্ণমূর্তি, ফিজিও হিরালী দেববর্মা, পাপিয়া দেবনাথ এবং ম্যানেজার নির্বাচিত হয়েছেন অনামিকা দেবনাথ। শিবিরে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন: অন্নপূর্ণা দাস, মৌচৈতি দেবনাথ, প্রীয়াঙ্কা আচার্য, ঋজু সাহা, নিকিতা দেবনাথ, মামন রবি দাস, মৌটুসী দে, শিউলি চক্রবর্তী, ইন্দ্ররাণী জমাতিয়া, সুরভি রায়,অম্বিকা দেবনাথ, রূম্পা সিনহা, সুপ্রিয়া দাস,মেঘা সরকার, প্রীয়াঙ্কা নোয়াতিয়া, অন্তরা দাস, পূজা দাস, তনুশ্রী সাহা, শিল্পী দেবনাথ, জুয়েল ভোয়াল, প্রীয়াঙ্কা দাস, সেবিকা দাস, মমিতা দেব, মাম্পি দেবনাথ, দেবাদ্রিতা দেব, অনামিকা দাস, হিরামণী গৌর, প্রীয়া সূত্রধর, রূমা দাস, নিবেদিতা দাস, টুম্পা দাস, পূজা পাল,প্রীয়া ত্রিপুরা, সুইটি সিনহা, সুলক্ষ্মনা রায় এবং ঝুমকি দেবনাথ।
2023-07-03