নতুন রূপে কমব্যাক প্রভাসের

মুম্বাই,৩ জুলাই (হি.স.): একের পর এক ছবিতে অভিনয় করে বর্তমানে দর্শকদের হার্টথ্রব দক্ষিণী তারকা প্রভাস । যদিও অভিনেতার নতুন ছবি ‘আদিপুরুষে’ মুক্তির পর থেকেই তাকে নিয়ে সমালোচনাও কম হয়নি । তবে, সেই সমালোচনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নতুন রূপে নতুন ছবিতে কমব্যাক প্রভাসের । সোমবার প্রকাশ্যে প্রভাসের নতুন ছবি ”সালার” -এর পোস্টার।
ছবির সেই পোস্টারে দেখা যাচ্ছে সাদা কালো প্রভাসের হাতে ধারালো অস্ত্র । ‘আদিপুরুষে’র রামের অবতার একেবারে ঝেড়ে ফেলে প্রভাস যেন ‘বাহুবলী’ । পরিচালক প্রশান্ত নীলের এই ছবিটির টিজার মুক্তি পাবে ৬ জুলাই । নতুন রূপে প্রভাসের লুক দেখে উৎসাহিত অনেকেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *