BRAKING NEWS

কলেজের ফি বৃদ্ধির প্রতিবাদে ধর্না শিক্ষা ভবনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷  ডিগ্রী কলেজে ছাত্রদের ফি বৃদ্ধি করার প্রতিবাদে সোমবার শিক্ষা ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে অল ইন্ডিয়া প্রগ্রেসিভ স্টুডেন্ট ফোরাম৷
জ্যের সরকারি ডিগ্রী কলেজে ছাত্রদের ফি ৩১০ টাকা থেকে   বাড়িয়ে ১২৬২ টাকা করা হয়েছে৷ বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে সোমবার অল ইন্ডিয়া প্রগ্রেসিভ স্টুডেন্ট ফোরাম এর পক্ষ থেকে শিক্ষা ভবনে অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করতে যায়৷ কিন্তু অধিকর্তা ডেপুটেশনকারীদের সাথে দেখা না করাতে তারা শিক্ষা ভবন চত্বরে বিক্ষোভ  দেখান৷এদিন ডেপুটেশনকারীরা সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে জানান  ফি প্রত্যাহার নিয়ে অধিকর্তার সাথে কথা বলতে গেলেও অধিকর্তা তাদেরকে কোন রকম আশ্বাস দেননি৷ তাই তারা বাধ্য হয়ে শিক্ষা ভবন চত্বরে বিক্ষোভ দেখান বলে জানান৷ অবিলম্বে বর্ধিত ফি প্রত্যাহার করে না নিলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে জানিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *