আইপিএল না খেলায় সাকিবদের বিসিবির অর্থ পুরস্কার

বাংলাদেশ, ৩ জুলাই(হি.স.): এবারের আইপিএলে মুস্তাফিজুর রহমান ও লিটন দাসের সঙ্গে দল পেয়েছিলেন সাকিব আল হাসানও। জাতীয় দলে খেলার জন‍্য আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন সাকিব। লিটন দাসও জাতীয় দলকে প্রাধান্য দেওয়ায় জন্য কলকাতার হয়ে একটির বেশি ম্যাচ খেলেনি। তাদের এমন সিদ্ধান্তে বোর্ড দারুণ খুশি হয়েছিল তাদের প্রতি।

আইপিএল খেলতে না যাওয়ায় সাকিব, লিটনকে মোট ৭০ লাখ ৫১ হাজার ২৮২ টাকা পুরস্কৃত করা হয়েছে বিসিবির পক্ষ থেকে। টাকার ভাগ সবচেয়ে বেশি পেয়েছেন সাকিব। বিসিবির ক্রিকেট অপারেশন্স এর চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।