নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ অবিলম্বে বেকার ফার্মাসিস্টদের নিয়োগের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে রাজ্য সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছেন বেকার ফার্মাসিস্টরা৷ রাজ্য সরকারের তরফ থেকে দুইবার বিজ্ঞাপন দিয়েও এখনো ইন্টারভিউ না নেওয়াই ক্ষুব্ধ আনএমপ্লয়েড ফার্মাসিস্ট যুবক যুবতীরা৷ অভিলাপে ইন্টারভিউ গ্রহণ এবং নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বেকার ফার্মাসিস্টরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন৷ রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্যমন্ত্রী নিকট তারা এই দাবি জানিয়েছেন৷ বেকার ফার্মেসিস্ট যুবক যুবতীরা বলেন যদি রাজ্য সরকার তাদের এই বিষয় নিয়ে কোন সদুত্তর না দেয় তাহলে আন্দোলনের পথ বেছে নেওয়া হবে৷ রাজ্যের হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ফার্মাসিস্টের বহু পদ খালি পড়ে রয়েছে বলেও তারা দাবি করেন৷ ফার্মাসিস্ট এর অভাবে স্বাস্থ্য কেন্দ্রগুলিতে পরিষেবা বিঘ্নিত হচ্ছে বলেও তারা জানান৷ জনস্বার্থেই ফার্মাসিস্ট নিয়োগ জরুরী বলে তারা মনে করেন৷
2023-07-02